ডানাভাঙ্গা পাখির গান
~~~~~~~~~~~~~~~~~
ডানাভাঙ্গা পাখির গান - জলের গান |
এমন যদি হতো-
আমি একটা পাখি !
পাখির চোখে দেখি~ আকাশ-মাঠ
আধাঁর কেটে ভোর
সূর্য উঠে রাঙা -
বন্ধু ,
আমি পাখি হলেও
আমার একটা ডানা ভাঙ্গা ।।
আহারে-
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়
এক জীবনে-কি আর এমন হয় !
আহারে-
আমি একটা পাখি
সাদাকালোয় আকিঁ-
বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ
খোলা হাওয়ায় উড়ে উড়ে -
ভাসাই পালক বুক
আহারে-
দেখি তোমার মুখ
আহারে-
আহা রে-
আ হ্ হা রে
এমন যদি হতো-
আমি একটা পাখি !
অনেক গোপনীয় অনুভূতির না বলা কথা বলে এই গানে আমার ডানাভাঙা আহারে
ReplyDelete