Berger Ronge Rongin Boishakh
(বার্জার রঙে রঙিন বৈশাখ)
আবারো বার্জার বাংলাদেশ আয়োজন করছে বৈশাখী আলপনা উৎসব। মানিক মিয়া এভিনিউতে ১৩ এপ্রিল রাত ১০:৩০ থেকে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত রাত ভর চলবে আলপনা আঁকা ও কনসার্ট। এ উৎসবে আরো রয়েছে লেজার শো, থ্রিডি পেইন্টিং ও ফটোকনটেস্ট। ফটোকনটেস্ট-এর বিজয়ী পাবেন দারুণ এক হেলিকপ্টার রাইড। চলে এসো সবাই এই বৈশাখে বার্জারের সাথে এক অনন্য অভিজ্ঞতায় মেতে উঠতে!
বার্জার রঙে রঙিন বৈশাখ |
No comments:
Post a Comment